ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশি অভিবাসী আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০২:০৮ এএম

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে অভিবাসন সংক্রান্ত অপরাধে ৬৬২ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদিন জানিয়েছেন, গত চার মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিকল্পনা করা হয়। অভিযানে ১০০টিরও বেশি স্থাপনায় অভিযান চালানো হয় এবং ৯টি দোকান ঘিরে ফেলা হয়। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়েল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, রয়েল ক্লাং সিটি কাউন্সিল, জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা ও কর্মী এই অভিযানে অংশ নেন। 

ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, ১,১৩২ জনকে তল্লাশি করে যাদের মধ্যে ৬৬২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৪৩ জন পুরুষ ও ১৯ জন নারী; যাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। আটকদের মধ্যেÑ ইন্দোনেশিয়ান ৪৩৭ জন, বাংলাদেশি ১৫০, পাকিস্তানি ৩৫, মিয়ানমার ৩৬, নেপালি ২৪ ও  ভারতীয় ১০ জন। আটকদের প্রথমে সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর নথি যাচাইয়ের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়। পরিচালক আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছেÑ বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান, ভুয়া বা অচেনা কার্ড ব্যবহার। 

খাইরুল আমিনুস বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৫৯-৬৩ সালের ইমিগ্রেশন আইন-১৯৬৬ সালের পাসপোর্ট আইন-১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

পরিচালক জানান, মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রয়োজন রয়েছে; তবে তাদের অবশ্যই দেশের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে এবং বৈধভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শুধু পুলাউ ইন্দাহ নয়, বরং সেলাঙ্গরজুড়েই এ ধরনের অভিযান চলমান থাকবে।