একদিনে ৭০টি নতুন কমিটি প্রকাশ ও ৩টি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এসব কমিটি প্রকাশ করা হয়।
এসব বিজ্ঞপ্তি ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিলুপ্ত করা হয়েছে- রাজশাহী মহানগর এবং মহানগর শাখার অধীনস্থ মতিহার উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা। এসব শাখা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদসমূহের নির্বাচনে ক্যাম্পাস ও হলভিত্তিক প্রচারণা মনিটরিং টিম গঠন ঘোষণা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। প্রত্যাহার করে নেওয়া হয়েছে পাবনা মেডিকেল কলেজ শাখার স্থগিতাদেশ।