গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহাবাজপুরে আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজনেস অটোমেশন লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হেনা আক্তার। প্রধান অতিথি ছিলেন বিজনেস অটোমেশন লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিওও রাশেদুল হাসান লিটন। এ সময় বিজনেস অটোমেশন লি.-এর অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।