শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:০২ পিএম

দুর্গাপূজায় বেনাপোল দিয়ে ভারতে যাত্রী পারাপার বেড়েছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:০২ পিএম

বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বেড়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বেড়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছুটিতে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টযাত্রীদের যাতায়াত বেড়েছে। টানা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থান ভ্রমণে ভারত যাচ্ছেন অনেকে। একইভাবে ভারত থেকেও এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন অনেকে। দীর্ঘদিন পর বেনাপোল চেকপোস্টে ভারত গমনে যাত্রীদের কোলাহল দেখা গেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে এ চেকপোস্ট ব্যবহার করে ৭ হাজার ৩০৩ পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে বলে ইমিগ্রেশন সূত্র জানিয়েছে। তবে আগামী ৩-৪ দিনে যাত্রীর সংখ্যা আরও বাড়বে।

২০২৪ সালের ৫ আগস্টের পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দেয়। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকার বিধি-নিষেধ আরোপ করায় কমে যায় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার। আগে প্রতিদিন যেখানে ৭ থেকে ৯ হাজার যাত্রী পারাপার হতো, সাম্প্রতিক সময়ে তা হাজারের নিচে নেমে আসে। এখন সেখানে প্রতিদিন পারাপার হচ্ছে দ্বিগুণ যাত্রী।

দুর্গাপূজার ছুটি কাটাতে ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে ভারত যাচ্ছেন তারা, বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি।

গত চার দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সাড়ে ৪ হাজার পাসপোর্টযাত্রী ভারতে গেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে এ চেকপোস্ট ব্যবহার করে ৭ হাজার ৩০৩ পাসপোর্টযাত্রী পারাপার হয়েছে। বৃহস্পতিবার ভারত গেছে ১,১৮২ জন, বুধবার গেছে ১,১৮৭ জন, মঙ্গলবার গেছে ৯০৩ জন এবং সোমবার গেছে ৯৪২ জন। দশ দিন আগে এই সংখ্যা ছিল পাঁচশর নিচে। যাচাই-বাছাই করেই পাসপোর্টযাত্রীদের ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে।’

চেকপোস্টে কথা হয়েছে ভারতগামী পাসপোর্ট যাত্রী খুলনার গনেশ মন্ডল, বাগেরহাটের দিনেশ বন্ধু সরকার, নড়াইলের গোপাল কর্মকার, ঢাকার জগদীশ চক্রবর্তী, বরগুনার আমতলি এলাকার অলিউল ইসলাম ও ফরিদপুর সদরের আব্দুর রাজ্জাকের সঙ্গে।

খুলনার গনেশ মন্ডল বলেন, ‘চাকরি করি, তাই ঘুরে বেড়ানোর সময় পাই না, পরিবারে সময় দিতে পারি না। এবার পূজার লম্বা ছুটি থাকায় কলকাতায় যাচ্ছি। সেখানে কিছু আত্মীয় আছেন, তাদের সঙ্গে দেখা করব।’

বাগেরহাটের দিনেশ বন্ধু সরকার বলেন, ‘পূজোর কয়েকটা দিন খুব মজা করব। কলকাতার হিন্দু তীর্থস্থানগুলো দেখার ইচ্ছাও রয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়ি ঘুরে দেখব।’

নড়াইলের গোপাল কর্মকার বলেন, ‘মাস্টারি করি। সময় পাই না। এবার লম্বা ছুটি পেয়েছি, তাই ভারত যাচ্ছি আত্মীয় স্বজনদের সাথে পুজো ভাগাভাগি করে করব।’

বরগুনার আমতলি এলাকার অলিউল ইসলাম বলেন, ‘পুজোতে লম্বা ছুটি পেয়েছি। একটু ডাক্তার দেখাতে ভারত যাচ্ছি।’

ফরিদপুর সদরের আব্দুর রাজ্জাক মেডিকেল ভিসায় ভারত যাচ্ছেন। তিনি বলেন, ‘নিয়মিত চেকআপে ভারতে যাচ্ছি।’

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ফয়সাল আহসান সজীব জানান, ‘পূর্বের মতো ভারত সরকার বাংলাদেশি যাত্রীদের ভিসা প্রদানের ব্যবস্থা করলে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণ অনেকটা বেড়ে যাবে। যাত্রী পারাপার বেশি হলে সরকারি রাজস্ব আদায় বেশি হবে এখান থেকে। পাশাপাশি দুই দেশের চেকপোস্টসহ বিভিন্ন ব্যবসায়ীরা লাভবান হবেন।’

Link copied!