ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

স্ত্রীকে কুপ্রস্তাবের প্রতিবাদ, দম্পতিকে ছুরিকাঘাত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৮:৫৫ এএম
ছুরিকাহত আব্দুল মালেক। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার জেরে বুধবার (০৮ অক্টোবর) রাতে 
এঘটনা ঘটে।

আহতরা হলেন সদর উপজেলার রামনগর ইউনিয়নের কামালপুর সুতিঘাটা গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালেক (৩৩) ও মালেকের স্ত্রী রিনি খাতুন (২৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আব্দুল মালেক জানান, কামালপুর সুতিঘাটা গ্রামের মহিশ সরদারের ছেলে ইলিয়াস আমার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়াসহ উত্ত্যক্ত করে আসছিলেন। আমি প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সুতিঘাটা জামে মসজিদের সামনের রাস্তায় ইলিয়াস ও শাহরিয়ারের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আমাকে ছুরিকাঘাতে জখম করে। আমাকে রক্ষা করার জন্য স্ত্রী রিনি এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত মালেক ও তার স্ত্রী রিনির অবস্থা গুরুতর৷ ভর্তির পর চিকিৎসার জন্য তাদের সার্জরি ওয়ার্ডে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে ছুরিকাহত দম্পতির সাথে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।