ঝিনাইদহের সদর উপজেলার দোগাছি ইউনিয়নের হুদাপুটিয়া গ্রামে বন্যা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী কাঠমিস্ত্রি দিপু হোসেনের বিরুদ্ধে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বন্যার ভাই শাহারিয়ার আহম্মেদ জানান, দিপু হোসেন ও তার বড় ভাবি স্বপ্না খাতুনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে শৈলকূপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতী গ্রামের মৃত সোহরাব হোসেনের মেয়ে বন্যার সঙ্গে সদর উপজেলার হুদাপুটিয়া গ্রামের নায়েব বিশ্বাসের ছেলে দিপুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই দিপুর বড় ভাবি স্বপ্না খাতুনের সঙ্গে তার পরকীয়ার বিষয়টি জানতে পারেন বন্যা। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া লেগেই থাকত।
নিহতের মা সোহাগী খাতুন বলেন, ‘মঙ্গলবার বিকেলে খাল থেকে পাট ধুয়ে আনে দিপু। বন্যা তা রোদে শুকাতে দিলে, কেন সব পাট দেওয়া হয়নি তা নিয়ে বচসা শুরু হয়। পরে দিপু সবার সামনে তাকে মারধর করে এবং বাথরুমে নিয়ে গিয়ে বেধড়ক পেটায়। একপর্যায়ে বন্যা পানি চাইলে, তাকে ‘ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট’ খাওয়ায় দিপু।’
পরিবারের সদস্যরা আরও জানান, পরে গুরুতর অবস্থায় বন্যাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাসপাতালের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর যদি হত্যার প্রমাণ মেলে, তাহলে মামলাটি হত্যা হিসেবে রেকর্ড করা হবে।’