ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা শিশুর সাপের কামড়ে মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:১৪ পিএম
স্বজনদের আহাজারি। ছবি- সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে মিথিলা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ শিশুটিকে কামড় দেয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিথিলা খাতুন ওই গ্রামের মুজাহিদ ইসলামের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের মাঝে ঘুমিয়ে ছিল মিথিলা। গভীর রাতে হঠাৎ সাপ কামড় দিলে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে পারিবারিকভাবে দাফন সম্পন্ন হবে।