ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এক উপজেলায় ৪ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৭:০৬ পিএম
মাটিরাঙ্গায় গুঁড়িয়ে দেওয়া হয় ইটভাটা। ছবি- রূপালী বাংলাদেশ

পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠায় এবং উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান।

অভিযানকালে মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, নতুন পাড়ার এ-সেভেন সেভেন ইটভাটা, ৪ নম্বর ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ার এমআরবি ইটভাটা এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকার এ ফাইভ ফাইভ ইটভাটা—এসব ভাটার কাঁচা ইট মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পানি ঢেলে নষ্ট করে দেওয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটা ইট উৎপাদন করে আসছিল। উচ্চ আদালতের নির্দেশ এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভাটাগুলো সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।