ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৯:৩৭ পিএম
প্রতীকী ছবি

খুলনার বয়রা এলাকায় মদপানের পর বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার (এসআই) আবদুল হাই।

মৃতরা হলেন, বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)।

আহত সনুর বাড়ি খালিশপুরের দাসপাড়ায়। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফসাপোর্টে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাতে বানানো মদ খেয়ে তাদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সঙ্গে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট, যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হয়।