বেনাপোল-খুলনা-মংলা রুটের বেত্রাবর্তী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন।
রোববার (১১ মে) বিকাল ৫টার দিকে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকের ড্রাইভার মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮)।
স্থানীয়রা জানান, বিকাল ৫টার সময় মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা বেত্রাবর্তী এক্সপ্রেস ট্রেনটি নাভারন রেল ক্রসিংয়ে একটি সিমেন্ট বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেয়।
স্থানীয়দের অভিযোগ, ‘ঘটনার সময় গেটম্যান উপস্থিত ছিলেন না।’
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি জানান, বেত্রাবর্তী এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল আসছিল। বিকেল সাড়ে ৫টার দিকে সেটা খুলনার উদ্দেশ্যে ছাড়ার কথা। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বিলম্বে ট্রেনটি ছাড়তে হতে পারে। এই মূহুর্তে ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
আপনার মতামত লিখুন :