গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহীদুল ইসলামকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৯ আগস্ট) বিকেলে ইটনা উপজেলা সদরের পুরাতন বাজার থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি দল।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কোভিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গোপনে খবর পেয়ে ইটনা উপজেলা সদরের পুরান বাজারে এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হচ্ছে।’
সন্ধ্যায় গ্রেপ্তারকৃত শহিদুল ইসলামকে নিয়ে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের সিও আশরাফুল কবির।
আপনার মতামত লিখুন :