কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এরআগে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ও বুধবার (১ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন টুটুল, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন এবং ফারুক মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় ছিলেন টুটুল, তোফাজ্জল ও ফারুক মিয়া। গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেন তারা।
এ ঘটনায় মঙ্গলবার রাতে হোসেনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তোফাজ্জল ও ফারুক মিয়াকে আটক করে। পরে বুধবার দুপুরে কিশোরগঞ্জ মুক্তমঞ্চ এলাকা থেকে টুটুলকে আটক করে সদর থানা পুলিশ।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন