কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় জিসান মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের নিউটাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মিয়া ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর তাতারকান্দি এলাকার রুকুন মিয়ার ছেলে।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, জিসান মিয়া বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নিউটাউন মোড়ের ওয়ালটন শো-রুমের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়।
নিহতের চাচা হেলিম মিয়া জানান, ‘সংসারের বাজার করতে ভৈরব বাজারে গিয়েছিল আমার ভাতিজা জিসান। সে একজন প্রাইভেটকার চালক ছিল। প্রায় চার বছর আগে তার বাবা মারা যান। সংসারের হাল ধরতে সে গত ছয় মাস ধরে ভাড়ায় প্রাইভেটকার চালিয়ে আসছিল।’
তিনি জানান, ‘গাড়ির মালিকের মোটরসাইকেল নিয়ে বাজারে গিয়েছিল। বাজার শেষে বাড়ি ফেরার পথে নিউটাউন মোড়ে একটি ঘাতক ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।’
তিনি আরও বলেন, জিসানের পরিবারে মা ও একটি সমবয়সি বোন রয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ে থানার এসআই শামিম আল মামুন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছি। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। চালক এখনো পলাতক।’
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন