ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের মাঝে বিএনপি নেতার খাবার বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:২৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে ৫০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে হোসেনপুর পৌর বিএনপির সভাপতি একেএম শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে নতুন বাজার মোড়ে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেলিম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক কমিশনার মাসুম বাবুল, পৌর ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেক, পৌর ৪নং ওয়ার্ড সভাপতি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর ৮নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাজমুল মোল্লা, জেলা জাসাস সদস্য স্বপন মিয়া, পৌর সদস্য সচিব রিমন মিয়া, যুগ্ম আহ্বায়ক পৌর রুমান মিয়া, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম, বিএনপি নেতা জজ মিয়াসহ পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এ সময় অসহায় মানুষরা খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।