কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দাশিয়ারছড়ার নাগদহ এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ওই এলাকার জোবেদ আলীর ছেলে নুর আমিন ভুট্টু (২৫) ও তার মা মোছা. জামিরন বেগম (৫৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশিয়ারছড়ার নাগদহ এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়। গোপন সংবাদদাতার তথ্যানুযায়ী ওই এলাকার জোবেদ আলীর বসতবাড়িতে গিয়ে তার ছেলে নুর আমিন ভুট্টোর শরীর তল্লাশি করে ৯৫ পিস এবং নুর আমিনের মা জামিরন বেগমের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ সময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১২০০ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং মাদক কারবারের সাথে জোবেদ আলীর অপর ছেলে জামরুল ইসলাম (৪০) জড়িত বলে জানায়।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, আটককৃত দুইজন ও পলাতক একজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের আদালতে প্রেরণ ও পলাতক আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন