কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে একজনকে মাথায় আঘাত করে আহত করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া আদালত চত্বরে হামলা চালিয়ে এ ভাঙচুর করে বহিরাগতরস। সভাপতি প্রার্থী মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনা দেশ স্বাধীন হওয়ার পর বিরল ইতিহাস সৃষ্টি করেছে। অতীতে কখনও কুষ্টিয়া বারে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি।
তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এ হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করছে। তবে তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে।
ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনিই জয়ী হবেন। তিনি আরও বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে। তবে যেই ঘটাক না কেন, আমরা তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন