ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

অস্ত্রসহ সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার তিন সহযোগী গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৫, ০২:১০ পিএম
কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি-রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (৫ জুন) গভীর রাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি শটগান, ম্যাগাজিন, গুলি ও দেশিয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিপটনের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদি হাসান বলেন, ‘একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন লিপটন। তার বিরুদ্ধে ইবি থানায় বেশি কিছু জিডি রয়েছে।’