বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:৪০ পিএম

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৭:৪০ পিএম

নিহত সিয়াম।        ছবি- রূপালী বাংলাদেশ

নিহত সিয়াম। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় একদিনে তিনটি পৃথক স্থানে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি মরদেহ অজ্ঞাত নারীর, অপরটি এক যুবকের, যিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কোটপাড়া এলাকার ইংলিশ প্ল্যাটফর্ম কোচিং সেন্টার চত্বর থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর (২৫-৩০ বছর) মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, মরদেহে আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা, না অন্য কিছু-তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

একই দিনে সকালে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স গ্যারেজের পেছন থেকে আরও এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, মরদেহটি গন্ধ ছড়ানোয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত চলছে।

এছাড়া সকালেই কুষ্টিয়ার জগতি-পোড়াদহ স্টেশনের মাঝামাঝি এসোগড়ি এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সিয়াম নামে এক যুবক।

স্থানীয়রা জানান, ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন সিয়াম ও সুমাইয়া। তবে মেয়ের বাবা বিয়ে মেনে না নেওয়ায় কয়েকদিন আগে ডিভোর্সে বাধ্য করা হয় সুমাইয়াকে।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সিয়াম। মঙ্গলবার ডিভোর্সের কাগজ পেয়ে হতাশ হয়ে বুধবার সকালে ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিয়াম কুষ্টিয়ার খাজানগর আদেরপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে।

পুলিশ বলছে, তিনটি ঘটনাই গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। দুটি অজ্ঞাত মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!