লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল মাঝির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোসলেহ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেহ উদ্দিনের ৩ ছেলে-মেয়ে রয়েছে। গত ২৭ রমজান থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি চরমার্টিন শ্বশুরবাড়িতে ছিলেন।
মোসলেহ উদ্দিন মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি, স্থানীয়দের কাছে গাঁজাসহ ধরা পড়েন তিনি।
ওই ব্যক্তির স্ত্রী রুনা আক্তার বলেন, রাতে আমরা একসঙ্গে ঘুমিয়েছি। রাত ১টার দিকে মোসলেহ উদ্দিন ঘুম থেকে উঠে বাইরে যায়। এরপর ঘরে ফেরেনি। সকালে উঠে তাকে খুঁজতে গেলে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। চিৎকার দিলে সবাই ছুটে আসে। তবে, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।
শ্বশুর কামাল মাঝি বলেন, ফজর নামাজ পড়ে এসে দেখি মোসলেহ উদ্দিন গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলে আছে। কী কারণে ঘটনাটি ঘটেছে আমরা তা নিশ্চিত নই।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।