সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে সরকারি সার মজুদ রাখার দায়ে হজরত গাউছুল আজম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনামুখী পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাঈমা জাহান সুমাইয়া।
অভিযান চলাকালে দোকান থেকে ২৭ বস্তা সরকারি সার জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা।