ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

কাজিপুরে অবৈধভাবে সরকারি সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ১১:৩৯ পিএম
কাজিপুরে হজরত গাউছুল আজম ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে সরকারি সার মজুদ রাখার দায়ে হজরত গাউছুল আজম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনামুখী পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাঈমা জাহান সুমাইয়া।

অভিযান চলাকালে দোকান থেকে ২৭ বস্তা সরকারি সার জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা।