লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে পৌর শহরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- আহমেদ আল মারুফ ওরফে রবিন (৩৪), তার ভাই আহমেদ আল আকাশ এবং বাঞ্চানগর এলাকার এহসান আহমেদ (২৪)।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৬ পিস ইয়াবা, দুটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, ধারালো রামদা ও চাকু, নগদ ৩৬ হাজার টাকা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, এটিএম কার্ড ও চেকবই।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাদ খান জানান, ‘টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল এনে বিক্রির জন্য বাড়িতে মজুত করা হয়েছিল। অভিযান চলাকালে ৮৬ পিস ইয়াবা, দুটি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, বেশ কয়েকটি ধারালো রামদা ও চাকু, নগদ ৩৬ হাজার টাকা এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে ফেনসিডিল সরিয়ে ফেলা হয়েছে।’
তিনি আরও জানান, ‘প্রয়াত অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সে সুযোগে বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকা তার ভাতিজা আহমেদ আল মারুফ ওই বাড়িকে মাদকের আড্ডাখানায় পরিণত করেন।’
আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।