ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:৩৬ পিএম
আরিফ হোসেন।

লক্ষ্মীপুরের রায়পুরে আরিফ হোসেন (৪০) নামে এক কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার দাবি, এটি একটি পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ির কাছে একটি গভীর নলকূপের পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বোন নাসরিন আক্তার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহত আরিফ হোসেন পৌরসভার মানিক মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন।

তার স্ত্রী নাসিমা আক্তার জানান, ঘটনার রাতে আরিফের মোবাইলে একটি কল আসে। তবে তিনি তখন বাড়ি থেকে বের হননি। পরে কে বা কারা বাইরে থেকে ডাক দিলে তিনি বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে গভীর নলকূপের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে।

নিহতের মেয়ে মুন্নি আক্তার বলেন, ‘আমার বাবার মাথায়, ডান হাতে আঘাত ছিল। তার পা ভাঙা ছিল। কে যেন বাবাকে ডেকে নিয়েছে।’

নিহতের ভাই শরীফুল ইসলাম ও বোন নাসরিন আক্তার জানান, বাড়ির সামনের কবরস্থানের জমি নিয়ে রায়পুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শামছুন্নাহার লিলিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ১০ অক্টোবর লিলির নেতৃত্বে তাদের ওপর হামলা হয়, যেখানে শরীফুলের মাথায় কাটা জখম হয়।

লিলিরাই ওই ঘটনায় উল্টো মামলা করেন, যাতে শরীফ জামিনে মুক্তি পান। এরপর থেকে তাদের পরিবার হুমকির মুখে ছিল।

নাসরিন আক্তারের অভিযোগ, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করেছে লিলি ও মামুনরা। এরপর মরদেহ ফেলে রেখে গেছে।’

স্থানীয়রাও জানান, লিলিদের সঙ্গে জমি নিয়ে বিরোধের বিষয়টি পুরোনো। কিছুদিন আগেও মারামারির ঘটনা ঘটেছে। তারা আরিফের মৃত্যুকে ‘রহস্যজনক’ উল্লেখ করে দ্রুত তদন্তের দাবি জানান।

ঘটনার পর সাবেক কাউন্সিলর শামছুন্নাহার লিলির মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বাড়িতেও তাকে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, ‘মরদেহের ডান পায়ের হাড় একাধিক স্থানে ভাঙা ছিল, তবে পায়ে দৃশ্যমান আঘাত ছিল না। কপালের ডান পাশে চোখের কাছে থেতলানো জখম ছিল। চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’