ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় ডাসারে স্বাস্থ্যঝুঁকিতে ৭৫ হাজার মানুষ

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:১০ পিএম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় এখনো পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু না হওয়ায় এলাকার প্রায় ৭৫ হাজার মানুষ চিকিৎসা সেবায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রাথমিক সেবার জন্য কয়েকটি কমিউনিটি ক্লিনিক ও উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে।

স্থানীয়রা জানান, জটিল রোগ, প্রসূতি সেবা বা দুর্ঘটনার ক্ষেত্রে রোগীদেরকে দূরবর্তী কালকিনি, মাদারীপুর সদর কিংবা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এতে অতিরিক্ত খরচ, সময় নষ্ট এবং রোগীর অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থেকে যায়।

ডাসার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা দ্রুত একটি পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো অনুমোদন কিংবা নির্মাণ কাজ শুরু হয়নি।

স্থানীয় বাসিন্দা সৈয়দ আশরাফুল ইসলাম লাহিদ বলেন, “উপজেলা হয়েছে তিন বছর আগে, কিন্তু এখনো আমাদের চিকিৎসার জন্য নির্ভরযোগ্য কোনো ব্যবস্থা নেই। একটি পূর্ণাঙ্গ হাসপাতাল এখন সময়ের দাবি।”

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ডাসার উপজেলায় ৫০ শয্যার একটি আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।