মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আলোচিত শিশু আছিয়া খাতুনের অসহায় পরিবারকে সহায়তা হিসেবে একটি পাকা ঘর ও দুটি গাভী উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৩০ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করেন।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আলহাজ আব্দুল মতিন, জেলা আমির অধ্যাপক এমবি বাকেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোবারক হুসাইন বলেন, আছিয়ার বাবা গুরুতর অসুস্থ, যার ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছিল। পরিবারটির স্বাবলম্বিতা ফেরাতে একটি পাকা ঘর, দুটি বাছুরসহ দুধেল গাভী এবং একটি গোয়ালঘর দেওয়া হয়েছে। পাশাপাশি গরুর খাবার ও চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, গাভীর দুধ বিক্রি করে এই পরিবার এখন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে ইনশা আল্লাহ।
অনুষ্ঠানে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল মতিন ও অধ্যাপক এমবি বাকের বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকতে চায় এবং এই কার্যক্রম তারই একটি অংশ।
ঘর ও গাভী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আছিয়ার মা আয়েশা বেগম।
তিনি বলেন, আমরা খুব কষ্টে ছিলাম। জামায়াতের নেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :