ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

মাগুরায় দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্তদের ভূমিকা নিয়ে আলোচনা

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৪:৪৪ পিএম
মাগুরায় দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা। ছবি- রূপালী বাংলাদেশ

দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা নিয়ে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মুহম্মদপুর উপজেলা মডেল মসজিদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, মহম্মদপুর উপজেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন, মহম্মদপুর উপজেলা সৈনিক সংস্থার সভাপতি মফিজুর রহমান হারুন। 

প্রধান অতিথি ছিলেন, কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল। বক্তব্য রাখেন কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুস আলীসহ অন‌্যরা।

প্রধান অতিথি কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ ড. মো. আলী আফজাল বলেন, ‘অবসরপ্রাপ্ত সৈনিকরা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সমাজ ও দেশের শান্তিপূর্ণ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য উদাহরণ।’

এ সভায় মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দুই শতাধিক প্রাক্তন সৈনিক অংশগ্রহণ করেন।