ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

মাগুরায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:১৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে স্থানীয় নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়, ঢাকা রোড, ভায়না মোড়, কলেজ রোড হয়ে নোমানী ময়দান মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে নোমানী ময়দান শহীদ স্মৃতিস্তম্ভে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের ধানের শীষ প্রার্থী মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও পৌর সভাপতি কিজিল খান প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেনাবাহিনী ও সর্বস্তরের জনগণের সমর্থনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির আশা ও আকাঙ্খার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। জনগণের ভালোবাসা ও আস্থার কারণে তিনি মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক শূন্যতা পূরণ হয়েছিল।