ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

‘মানিকগঞ্জকে ধানের শীষের শক্ত ঘাঁটিতে পরিণত করা হবে’

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ঘোষণা দিয়েছেন, মানিকগঞ্জকে পুনরায় ধানের শীষের শক্ত ঘাঁটিতে পরিণত করা হবে। তিনি জানান, নবগ্রাম তার নিজ গ্রাম হওয়ায় এখান থেকেই নির্বাচনি কার্যক্রম শুরু করে উন্নয়নের যাত্রা শুরু করবেন।

রোববার (১০ আগস্ট) বিকেল ৫টায় নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম খান রিমন এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আতোয়ার রহমান। সহকারী প্রধান শিক্ষক আফরোজা সুলতানা স্বাগত বক্তব্য প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাদল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোকসেদুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাসিরুদ্দিন আহমেদ যাদু এবং যুবদল নেতা মাসুদ পারভেজ।

আফরোজা খানম রিতা বলেন, ‘১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নবগ্রামে একটি বকুল গাছ রোপণ করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত স্থানটি শিশুদের জন্য একটি পার্কে উন্নীত করার উদ্যোগ নেব। পাশাপাশি তিনি বিদ্যালয়ে নিজ উদ্যোগে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন।’

                                                                                                                                                                                                                                                                                                                           

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং দলের ভেতরে অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।