বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১১:১০ এএম

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১১:১০ এএম

৪৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।   ছবি- সংগৃহীত

৪৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ। ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ৪৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ নিয়ে চলতি বছর মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় এখন পর্যন্ত মোট ৪৫২ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে বড়লেখা উপজেলায় ৩৪১ জন, জুড়ীতে ১০ জন, কুলাউড়ায় ২১ জন, শ্রীমঙ্গলে ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলায় ৬১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও কয়েক শতাধিক ব্যক্তি সীমান্ত দিয়ে প্রবেশ করলেও তারা প্রশাসনের নজরে আসেননি।

৫২ বিজিবির সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির আওতাধীন সীমান্তবর্তী পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে ৪৮ জন বাংলাদেশিকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে গমন করে এবং সেখান থেকে পুশইনের পর পাহাড়ি এলাকায় ঘোরাঘুরির সময় বিজিবির টহল দলের হাতে ধরা পড়েন। আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা চিকিৎসা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতরা মূলত যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Shera Lather
Link copied!