ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

বড়লেখায় কলেজছাত্রীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:৩৪ পিএম
গ্রেপ্তার। প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে (২৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক আমির হোসেন পৌরশহরের গাজিটেকা আইলাপুর এলাকার মৃত নজির আলীর ছেলে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ধর্ষিতা কলেজছাত্রী বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। আত্মীয়তার সুবাদে বিবাদী আমির হোসেন প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তিনি কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

২৮ জুলাই সন্ধ্যায় কলেজছাত্রীর বাড়িতে বেড়াতে গেলে বাড়ির অন্যান্য সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে থাকায় আমির হোসেন তাকে বসতঘরের পূর্ব পার্শ্বের কাঁঠালগাছের নিচে নিয়ে পেছন থেকে ধর্ষণ করেন।

কলেজছাত্রী কান্নাকাটি করলে ও বাবা-মাকে জানালে বিবাদী তাকে বিবাহের আশ্বাস দেন। পরবর্তীতে ১০ আগস্ট কলেজছাত্রীর বাড়িতে গিয়ে কোর্ট ম্যারেজের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, কলেজছাত্রীর ধর্ষণ মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।