ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আমেরিকার ডিভি লটারিতে কি বাংলাদেশিদের আবেদনের সুযোগ ফিরছে?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ১১:১২ এএম
যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি।

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারি প্রোগ্রামের আওতায় প্রতি বছর হাজার হাজার বিদেশি নাগরিক দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাচ্ছিলেন। নির্দিষ্ট দেশের নাগরিক হওয়া এবং যথাযথ যোগ্যতার মানদণ্ড পূরণ করলেই আবেদন করা যেত এই প্রোগ্রামে।

ডিভি ২০২৬-এর নির্দেশনা অনুযায়ী, এ বছর ১৯টি দেশ ডিভি লটারিতে অংশগ্রহণ করতে পারবে না, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ অন্যান্য দেশ। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার বেশি হওয়ায় তারা ডিভি লটারির আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে।

যোগ্যতার শর্তসমূহ

দেশভিত্তিক যোগ্যতা: যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার ঐতিহাসিকভাবে কম, শুধু তাদেরই ডিভি লটারি আবেদন করার সুযোগ রয়েছে। তবে যদি আপনার স্বামী বা স্ত্রী এমন কোনো দেশের নাগরিক হন যেখানে অভিবাসনের হার কম, তাহলে আপনি তার দেশের যোগ্যতা দাবি করতে পারেন। এ ছাড়া যদি জন্মভূমি বা পিতামাতার জন্মভূমি যোগ্য তালিকায় থাকে, সেটিও আবেদন করার সুযোগ দেয়।

শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা : প্রত্যেক আবেদনকারীর অন্তত একটি যোগ্যতা থাকতে হবে- ন্যূনতম হাইস্কুল পাস বা সমমানের শিক্ষা (১২ বছরের আনুষ্ঠানিক শিক্ষা) অথবা গত ৫ বছরের মধ্যে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা এমন কোনো পেশায়, যেখানে ২ বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন।

ডিভি ২০২৬-এ অংশগ্রহণযোগ্য দেশসমূহ

আফ্রিকা : আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেনিন, বতসোয়ানা, বুরুন্ডি, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, কঙ্গো, ঘানা, কেনিয়া, নাইজার, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ আরও অন্যান্য দেশ।

এশিয়া : আফগানিস্তান, বাহরাইন, ভূটান, ব্রুনাই, মিয়ানমার, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, তিমোর-লেস্তে, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।

ইউরোপ, উত্তর আমেরিকা, ওশেনিয়া ও দক্ষিণ-মধ্য আমেরিকা : আলবেনিয়া, অ্যান্ডোরা, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, উরুগুয়েসহ অন্যান্য দেশ।

ডিভি ২০২৬-এ আবেদন করতে পারবে না : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূল ভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা, ভিয়েতনাম।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, কিউবা এবার নতুন করে তালিকায় যুক্ত হয়েছে। বাকিগুলো গত বছরও অংশগ্রহণের বাইরে ছিল।