ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৯:২৭ এএম
এম. সাইফুর রহমান। ছবি- সংগৃহীত

প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম. সাইফুর রহমানের স্মৃতিকে ধারণ ও লালন করার লক্ষ্যে গঠিত এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান পৃষ্ঠপোষক এম. নাসের রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ সিদ্ধান্ত জানানো হয়।

নতুন আহ্বায়ক কমিটিতে বিদায়ী সভাপতি সৈয়দ তৌফিক আহমদকে আহ্বায়ক এবং মৌলভীবাজার বিএনপির প্রবীণ নেতা আব্দুল ওয়ালী সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফয়জুল করিম ময়ূন, অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, বদরুল আলম, বকশী মিসবাউর রহমান, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এম ইদ্রিস আলী ও মু. ইমাদ উদ-দীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ববর্তী কমিটির সব সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।