মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা জোনাকী পরিবহনের একটি বাস আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইউটার্ন নিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে এবং বাসের সামনের অংশ একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
ধাক্কার ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এক যাত্রীর হাত ভাঙা অংশ ও গাছের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আজগর আলী (৩০), তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি বাসটির হেলপার ছিলেন।
এ ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। উদ্ধারকাজ শেষ হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :