মুন্সিগঞ্জের গজারিয়ায় গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রাম থেকে হোসেন্দী ইউনিয়নের নাজিরচর পর্যন্ত সংযোগ সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত, এর পরে ও স্থানীয়রা ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিলেন।
আজ বুধবার (৩০ জুলাই) ভোরে প্রবল নদীর পানির স্রোতে রাস্তার একটি বড় অংশ ধসে পড়ে যায়। এতে ওই রাস্তাটি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং এলাকাবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান রূপালী বাংলাদেশকে জানান, ‘প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বাচ্চারা অনেক ঝুঁকি নেয়। আজকে তো স্কুল বন্ধই করতে হলো বাচ্চাদের। রাস্তাটার এমন অবস্থা, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
এলাকার আরেক বাসিন্দা খাদিজা বেগম বলেন, ‘উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রাম থেকে হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের এ রাস্তাটি দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ মেইন সড়কের চেয়েও বেশি ব্যবহার করে। মেইন রাস্তা ব্যবহার করে গন্তব্যে যেতে অনেক সময় বেশি লাগার কারণে, সবাই বাইপাস রাস্তা হিসেবে এ রাস্তাটি ব্যবহার করে- হাসপাতালে, বাজার, ব্যাংকে, কৃষি কাজের, কবর স্থান সবকিছুতেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির এক পাশে কবরস্থান, সেখানটাও হুমকির মুখে।
এলাকার প্রবীণ ব্যক্তি মো. সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিগত দুই বছর ধরে এলাকাবাসী বারবার মেরামতের আবেদন করলেও সড়কটির ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের ক্ষতির দায় কে নেবে। আগে মেরামত করলে এভাবে এমন দিন দেখতে হতো না।’
তিনি আরও জানান, সৃষ্টি এই সমস্যার কারণে এলাকার ছোট কালভার্ট যেকোনো সময় ভেঙে যেতে পারে, এতে লাখ লাখ টাকা ক্ষতি হতে পারে।
এদিকে রাস্তার পাশেই কবরস্থানটি নদী ভাঙনের হুমকিতে। এলাকাবাসী দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে কবরস্থানটিও ধসে যেতে পারে।
এলাকাবাসীর পক্ষ থেকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশল বিভাগের প্রতি জোর দাবি জানানো হয়েছে, অবিলম্বে সড়ক সংস্কার এবং কবরস্থান রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার আলোচনা করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের আশায় রয়েছে।