ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩ ঘণ্টা যাবত রিলিফ ট্রেনের ক্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এতে রেলপথে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোকোশেড ইনচার্জ মাসুদ।
তিনি জানান, রাতে লোকোশেড থেকে রিলিফ ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের দিকে যাচ্ছিল। পথে কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ক্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, রাতের বেলায় উদ্ধারকাজ সম্ভব না হওয়ায় শনিবার সকালে ঢাকা থেকে আরেকটি রিলিফ ট্রেন আনা হয়। বর্তমানে লাইনচ্যুত চাকা উদ্ধারে কাজ চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন