ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুরপতি রানী (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত দুরপতি রানীর বাড়ি সুনামগঞ্জ জেলার রদিয়াই এলাকায়। তিনি রমেশ তালুকদারের স্ত্রী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুরপতি রানী গত ১ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন রোগী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৪ জন এবং একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে মোট ১০১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ৬৭ জন, নারী ২৮ জন এবং শিশু ৬ জন। চলতি বছরে এ হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন মোট ১ হাজার ৭৫৩ জন। এদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের।


