ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ধামইরহাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১০:৩০ পিএম
ধামইরহাটে প্রতিমা বিসর্জন। ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো এবারের শারদীয় দুর্গাপূজা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ধামইরহাট বাজারস্থ ঘুকসী নদীতে পৌর এলাকার ৭টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন পূজা উদযাপন কমিটির নেতারা।

উপজেলা জুড়ে এবার মোট ৩২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি পৌর এলাকায় এবং বাকি ২৫টি উপজেলার ৮টি ইউনিয়নে অবস্থিত।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পাল জানান, “এবার আমরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। এজন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর বলেন, ‘উপজেলার সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম। যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত ছিল। সাধারণ মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান জানান, আমরা প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছি এবং সর্বোচ্চ প্রশাসনিক সহায়তা নিশ্চিত করেছি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় ধামইরহাটবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।