বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:৪১ পিএম

সাত বছরেও সুবর্ণা হত্যার বিচার হয়নি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৬:৪১ পিএম

রূপগঞ্জের পূর্বাচলে সুবর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ইউসুফগঞ্জ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

রূপগঞ্জের পূর্বাচলে সুবর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ইউসুফগঞ্জ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউসুফগঞ্জ স্কুলের ছাত্রী সুবর্ণা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের সাত বছর পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি। দীর্ঘদিন বিচার প্রক্রিয়া ঝুলে থাকায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। 

দ্রুত বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরে ইউসুফগঞ্জ স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ষষ্ঠ শ্রেণির ১১ বছরের ছাত্রী সুবর্ণাকে ২০১৮ সালে অপহরণ করে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অথচ এত বছরেও সেই নৃশংস ঘটনার বিচার হয়নি। বরং এখন সুবর্ণার পরিবারের সদস্যরা হুমকি-ধামকির মধ্যে রয়েছেন।’

বক্তারা অভিযোগ করেন, মামলাটি তুলে নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল, তার সহযোগী সাব্বির, শান্তসহ আসামিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে সুবর্ণার পরিবারকে হুমকি দিয়ে আসছেন।

সর্বশেষ গত ২৭ জুন দুপুরে পূর্বাচলের অফিস থেকে সুবর্ণার চাচা রাশেদকে অপহরণ করে রাসেল ও তার বাহিনীর সদস্যরা। অপহরণের পর তাকে একটি পরিত্যক্ত বাগানবাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ৬ জন অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ ঘটনার পর সুবর্ণার পরিবারের সদস্যরা আরও আতঙ্কে রয়েছেন। 

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সুবর্ণার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। যারা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব নয়।’

Shera Lather
Link copied!