নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেডে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন বেল্লাল হোসেন (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিল্লালের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ এবং রাব্বানীর শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা মিল কর্তৃপক্ষের প্রতিনিধি আরিফ খান বলেন, ‘সকালে লোহা গলানোর সময় ভাট্টিতে লিকেজ হলে বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হন।’
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘বিক্রমপুর স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।’