ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘মাওয়া থেকে ঢাকাগামী লেনে প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে।
এ দুর্ঘটনার ফলে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধার তৎপরতা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার হার দিনদিন বাড়ছে। বিশেষজ্ঞরা চালকদের সচেতনতা, স্পিড লিমিট মেনে চলা এবং ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন