পিরোজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হোরেরহাওলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল শেখ হোরেরহাওলা এলাকার বাসিন্দা মো. আব্দুস সোবাহান শেখের ছেলে।
জানা যায়, পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আসাদুর রহমানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে রুবেল শেখকে আটক করা হয়।
অভিযান চলাকালে রুবেলের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, ‘মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এদিকে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুর রহমান জানান, রুবেল শেখের বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন