বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবু বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হলেও জনগণ এখনো পূর্ণ গণতন্ত্রের স্বাদ পায়নি। তিনি বলেন, একমাত্র গণভোটের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই কাজীরবাগ ফাজিল মাদরাসা মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
কাজী সাইয়েদুল আলম বাবু বলেন, ‘বিশ্বের ইতিহাসে পতিত সরকারের কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রী-এমপি দেশ থেকে পালায়নি। একমাত্র শেখ হাসিনাই পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি ভারতে বসে আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দুঃসময় যারা বিএনপির পাশে ছিলেন, তারাই আগামীতে এমপি-মন্ত্রী হবেন। তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ টুটুল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মহসীন মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
কর্মসূচিতে নতুন সদস্যদের হাতে সদস্যপদ ফরম তুলে দেওয়া হয় এবং পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন