নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রিকেট বল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাকপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবক মো. সাব্বির (২২) কেশরাব এলাকার মোহাম্মদ এমদাদুলের ছেলে। ঘটনাস্থলেই স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী ওই প্রতিবন্ধী যুবক সাধারণত বাড়িতেই থাকতেন। শনিবার সকালে ক্রিকেট বল দেওয়ার কথা বলে সাব্বির তাকে কৌশলে বাচ্চু মেম্বারের বাড়ির পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক বলাৎকারের পর ভিকটিম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় সাব্বির পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোখলেসুর রহমান বলেন, ‘বলাৎকারের অভিযোগে অভিযুক্ত সাব্বিরকে আটক করে রূপগঞ্জ থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251019140621.webp) 
        
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
        
       -20251020114155.webp) 
        
        
        
       -20251019013950.webp) 
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন