নাটোরের নলডাঙ্গায় রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের ওপর ‘হাতুড়ি বাহিনী’র হামলা, মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশিলা গ্রামে ‘বাঁশিলা গ্রামবাসী’র ব্যানারে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন—আহত রাকিবের পিতা আব্দুল হাই শেখ, নলডাঙ্গা উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক, মাধনগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ খান বিটল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমি, বিএনপি নেতা রায়হান মিনা প্রমুখ।
বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের হাতুড়ি বাহিনী রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এখন তারাই রাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা আরও বলেন, রাকিবের ওপর যেভাবে হামলা চালানো হয়েছিল, তাতে আমরা সবাই ধারণা করেছিলাম সে বেঁচে নেই। বর্তমানে সে কিছুটা সুস্থ হলেও এখনো বাড়িতে ফিরতে পারছে না। হামলাকারীরা তার পরিবারকেও নিয়মিত হুমকি দিচ্ছে।
বক্তারা বলেন, বর্তমানে রাকিবের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। একজন প্রবাসফেরত রেমিট্যান্স যোদ্ধা নিজ বাড়িতে ফিরতে পারছেন না, তার পরিবারকেও হুমকির মুখে থাকতে হচ্ছে। আমাদের বাঁশিলা গ্রাম একটি আদর্শ গ্রাম। আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই।
এ সময় গ্রামবাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।