ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘণ্টার শাটডাউন

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:৩৩ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘণ্টার শাটডাউন ফালিত। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটবাসী আজ এক ঘণ্টার প্রতীকী ধর্মঘটের মাধ্যমে তাদের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা ও অবহেলার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং যানবাহন চলাচলও ব্যাহত হয়। শহরের প্রধান সড়কগুলোতে নেমে আসে নীরবতা, আর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় এক কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন এবং ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের সার্বিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত সংস্কার ও উন্নয়নের দাবি জানান।

ধর্মঘটের সময় প্রকাশিত প্রচারপত্রে উল্লেখ করা হয়, ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও অতিরিক্ত বগি চালু করা, রেল টিকিট কালোবাজারি বন্ধ করা এবং বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নামানোর দাবি তোলা হয়। পাশাপাশি সিলেটের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন ও স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের কথা জোর দিয়ে বলা হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটের যাতায়াত ব্যবস্থার দুরবস্থা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা এখন স্বচ্ছ ও টেকসই পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।”

গত সপ্তাহব্যাপী নগরজুড়ে মাইকিং, প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কর্মসূচির প্রচারণা চালানো হয়। শনিবারের বৈঠকে আগামী সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ‘ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারের দীর্ঘসূত্রতার কারণে সিলেটবাসী বহু বছর ধরে যানজট ও দুর্ভোগের মুখে পড়েছেন। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ প্রায় আট বছর ধরে চলছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করছে। তবে রাজনৈতিক পরিবর্তন, কাজের স্থগিতাদেশ এবং সামগ্রী চুরির ঘটনায় প্রকল্পের গতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই দীর্ঘসূত্রতা ও অবহেলার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের মাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা সিলেটবাসীর জীবনে ব্যাপক সমস্যা তৈরি করছে। আজকের এক ঘণ্টার ‘শাটডাউন’ সেই ক্ষোভ ও বঞ্চনার প্রকাশ।