নেত্রকোণার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের খোয়া-লুটসহ নানা অভিযোগে সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ আগস্ট বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে টিপন মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত টিপন মিয়া অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং বলেন, ‘আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য প্রতিপক্ষ এসব ছড়াচ্ছে।’
অপর দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল বলেন, ‘দল অপকর্মে জড়িতদের প্রশ্রয় দেয় না। দলের সুনাম নষ্ট করে এমন কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না।’