শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০২:৩৪ পিএম

আসামি থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০২:৩৪ পিএম

আসামি থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল।                             ছবি- সংগৃহীত

আসামি থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল। ছবি- সংগৃহীত

নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে বুধবার (২ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত এসআই আবু ছৈয়দের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এতে দেখা যায়, নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে বাসার সিঁড়ির নিচে একান্ত আলাপে টাকা লেনদেন করছেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা গেছে, গত ২২ জুন উপজেলার অনন্তপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পান্না আক্তারকে মারধর করে আহত করেন একই গ্রামের নুরুজ্জামানের ছেলে আব্দুস সাত্তার (৫৫)।

এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে সাত্তারের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই আবু ছৈয়দ।

ঘটনার দিন তদন্ত করতে গিয়ে এসআই আবু ছৈয়দ পরশুরাম বাজার এলাকার হাসপাতাল রোডে আব্দুস সাত্তারের বাসায় যান। সেখানকার সিসিটিভি ফুটেজে তাদের মধ্যে কথোপকথনের একপর্যায়ে টাকা লেনদেন করতে দেখা যায়।

তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এসআই আবু ছৈয়দ।

তার দাবি, ‘সাত্তার আমাকে টাকা দেওয়ার চেষ্টা করলে আমি নিজের পকেট থেকে টাকা বের করে তাকে দেখাই এবং বলি, আমার কাছে টাকা আছে, কিছু লাগবে না। এখানে কোনো ঘুষ লেনদেন হয়নি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই তাকে ফেনী পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!