শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৩:২১ পিএম

কারা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অ্যাটর্নি জেনারেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৩:২১ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি- সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হবেন, তারা ভবিষ্যতে কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে, তাদেরও আইনের আওতায় আনা সম্ভব। রাজনৈতিক বিরোধ থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে। এমনকি দল হিসেবে আওয়ামী লীগের বিচারও হতে পারে যদি মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হয়।’

মব জাস্টিস সম্পর্কে তিনি বলেন, ‘এটি বিচার বিভাগের প্রতি অবিশ্বাস প্রকাশ নয়, বরং গত ১৭ বছর ধরে জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ। তবে এই রাগ বা প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়।’

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আবু সাঈদ কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। জুলাইয়ের শহীদরা রাজনৈতিক পরিচয়ের বাইরে নাগরিক প্রতিনিধি ছিলেন, যারা স্বৈরশাসনের শিকার হয়ে রাস্তায় নেমেছিলেন এবং তাদের অধিকার আদায়ে জীবন দিয়েছেন।’

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ‘জুলাই আন্দোলনকে’ গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Shera Lather
Link copied!