গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক দম্পতি ও তাদের চার বছর বয়সি ছেলে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গি-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও নিহত শিশু সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)।
আহতরা হলেন হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে আহত শিশুটিকে গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে শিশু তামিম মারা যায়।

png-20250722183835.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন