গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে একটি অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতে হবে। তারা আরও বলেন, জনগণের অধিকার আদায়ে এনসিপি সবসময় মাঠে থাকবে এবং কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করবে না।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট দলকে কোনোভাবেই মাঠে নামতে দেবে না এনসিপি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘জুলাই ৩৬ শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ফ্যাসিস্ট দলের যেসব সদস্য জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। তা না হলে সাতক্ষীরা জেলা নাগরিক পার্টি (এনসিপি) আরও কঠোর আন্দোলনে নামবে।’
বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা এনসিপির সদস্য শেখ আব্দুল্লাহ ও পলাশ হোসেন। এ ছাড়াও জেলা এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন