বুধবার, ২১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৫:৫৮ পিএম

৭৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৫:৫৮ পিএম

৭৪ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার বেড়া উপজেলার চক আবদুস শুকুর গ্রাম থেকে প্রায় ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।   
  
সোমবার (১৯ মে) সন্ধ্যায় র‍্যাব-১২-এর পাবনা ক্যাম্প ও র‍্যাব-১০-এর কুষ্টিয়ার একটি যৌথ দল এ অভিযান চালায়।   
  
গ্রেপ্তার ব্যক্তি হলেন- ওই গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে রাজু আহম্মেদ ওরফে বাবু (৪৮)। তার বাড়িতে মাটির নিচে মূর্তিটি লুকিয়ে রাখা ছিল বলে জানিয়েছে র‍্যাব।      

 

র‍্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার ফারহান উজ-জামান বলেন, ‘পাচারের উদ্দেশ্যে মূর্তিটি গোপন করে রাখা হয়েছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু আহম্মেদ পাচারের উদ্দেশ্যেই মূর্তিটি লুকিয়ে রেখেছেন বলে স্বীকার করেছেন।’

র‍্যাব জানায়, পাচার চক্রে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা মূর্তিসহ রাজু আহম্মেদকে আইনি ব্যবস্থা নিতে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আমিনপুর থানার ওসি গোলাম মোস্তাফা বলেন, ‘এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি কিছু তথ্য দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!